জনাব, আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি, ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন ২০২৩ সালের ঈদ সংখ্যা স্বরণিকায় আপনার ছবি সহ ১৭০ শব্দের শুভেচ্ছা বানী এই 01924959222 হোয়াটসঅ্যাপ নাম্বার এ পাঠান। (শুধু মাত্র স্থায়ী সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য) www.dhakapressclub.net আওঙ্গজেব কামাল, সভাপতি, ঢাকা প্রেসক্লাব।
আপনার নাম ছবি অনুমোদিত সদস্যের তালিকায় আছে কিনা দেখুন। অনুমোদিত সদস্য লিস্টে না থাকলে আপনি ঢাকা প্রেসক্লাবের সদস্য বিবেচিত হবেন না। আপনি আইডি কাড নিয়েছেন কিন্তু সফটওয়্যার আপনার নাম উঠে নাই ঐ কার্ড সম্পূর্ণ অবৈধ বলে বিবেচিত হবে।