News Details লুকাইনি, ভয় পাই না, যুদ্ধ শুরুর পরে প্রথমবার কার্যালয়ে এসে বললেন জেলেনস্কি 2022-03-08 11:26:33 রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে দেশরক্ষার ডাক দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রথম দিকে এ গুঞ্জন উঠেছিল যে জেলেনস্কি কিয়েভ ছেড়েছেন। পরে ভিডিও বার্তা দিয়ে প্রকাশ্যে এ গুঞ্জন উড়িয়ে দেন তিনি। তবে রুশ অভিযানের পর তাঁকে প্রেসিডেন্টের কার্যালয়ে দেখা যায়নি।আজ মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে নতুন ভিডিও বার্তা দিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে তুমুল লড়াইয়ের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন ভিডিও বার্তায় বলেন, তিনি লুকাননি এবং তিনি কাউকেই ভয় পান না।গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ওই ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এসব কথা বলেছেন। ভলোদিমির জেলেনস্কি ইনস্টাগ্রামে নতুন ভিডিও বার্তায় বলেন, ‘আমি কিয়েভের ব্যাংকোভা স্ট্রিটেই থাকছি। আমি কোথাও লুকাইনি এবং কারও ভয়ে ভীত নই।’বিবিসি বলছে, জেলেনস্কির অবস্থান জানিয়ে ভিডিও বার্তা দেওয়ায় মনে হচ্ছে কিয়েভে ইউক্রেনের সেনাদের শক্তি প্রতিরোধের মুখে পড়েছেন রাশিয়ার সেনারা। ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। 2023-03-27 04:57:15 বাংলাদেশের ৬৪ জেলার নাম মনে রাখার সহজ উপায় 2022-10-08 14:08:21 বাংলাদেশের ২৫টি টিভি চ্যানেল এর ঠিকানা ফোন নাম্বার ও ইমেইল নাম্বার দেওয়া হলো। 2022-10-04 06:46:28 সকাল জেলার sp দের ফোন নাম্বার 2022-09-20 16:59:32 পুলিশ 2022-08-05 10:30:35 নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ আন্তর্জাতিক ফ্যামিলি রেমিট্যান্স দিবস পালন 2022-06-20 00:07:35 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পূর্ণশক্তির দক্ষিণ আফ্রিকা 2022-03-08 11:31:50 লুকাইনি, ভয় পাই না, যুদ্ধ শুরুর পরে প্রথমবার কার্যালয়ে এসে বললেন জেলেনস্কি 2022-03-08 11:26:33 ‘মুহূর্তেই’ অভিযান বন্ধে ইউক্রেনকে যে যে শর্ত দিল রাশিয়া 2022-03-08 05:12:10 পুতিনকে রুখতে বিশ্বের কাছে ইউক্রেন আরও যা চায় 2022-03-07 04:07:54 প্রবাসে ইউক্রেন সরকার গঠনের প্রস্তুতি পশ্চিমাদের 2022-03-07 03:57:35